বন্ধুরা তোমরা কি জানো, প্রতিদিন গুগলে বলে কি পরিমান সার্চ হয়। ৮.৫ বিলিয়ন এর বেশি বার গুগল সার্চ করা হয়। বিষয়টা ঠিক এমন হয়ে দাঁড়িয়েছে পৃথিবীতে যতো মানুষ আছে প্রতিদিন একবার হলেও গুগল সার্চ করে। আর এর থেকেও বড় কথা হলো আমরা যে google ব্যবহার করি তার সকল অ্যাপস একদম ফ্রি বিনামূল্যে ব্যবহার করতে পারি শুধু ডাটা ব্যবহার করে। যেমন- ইউটিউব, জিমেইল, গুগল ম্যাপ ইত্যাদি আরো অনেক অ্যাপস আছে যেগুলো গুগল আমাদেরকে কি ব্যবহার করতে দিয়েছি। কিন্তু কেন আমাদেরকে ফ্রি ব্যবহার করতে দিয়ে গুগলের এর কি আসলে ইনকাম হচ্ছে বা google কি এর থেকে টাকা পায়? হা বন্ধুরা প্রতিবছর google ২.১৯ ট্রিলিয়ন USD ইনকাম করে।
google এত টাকা কিভাবে ইনকাম করে? আমাদেরকে এত কিছু ফ্রি ব্যবহার করতে দিয়ে এটা আসলে কিভাবে সম্ভব? এটা কেমন করে হয় কিভাবে হয়? এ ধরনের যত প্রশ্ন আছে আপনার সব আজকে সমাধান হয়ে যাবে।
ঠিক এই মুহূর্তেই বলতে যাচ্ছি পৃথিবীর সবথেকে বড় এবং ফেমাস আইটি কোম্পানি গুগল এর বিজনেস পলিসি।
আজকের এই দুনিয়ায় আমরা যেমন 1. Photocopy machine কে Xerox machine বলি 2. whire glue কে Fevicol বলে থাকি ৩. Adhesive bandage কে Bandaid বলি।
ঠিক এভাবেই যখন কোন কোম্পানি প্রচুর পরিমাণে ব্যবহৃত বা ফেমাস হয় তখন তার নাম অনুযায়ী সেই কাজকে বলা হয়। যেমন আগে বলা হতো সার্চ ইঞ্জিন, আর এখন বলা হয় google কর।
এই গুগল সার্চ কিন্তু একদিনে তৈরি হয়নি। এটি প্রথম শুরু হয়েছিল ১৯৯৮ সালে। এক কলেজ প্রজেক্ট এর জন্য Larry page ও Sergey brin এই দুই জন মিলে তৈরি করে সেই সময়ের সার্চ ইঞ্জিন। এর সাথে বিশাল একটি চ্যালেঞ্জ ছিল পুরো দুনিয়ার সকল তথ্য এর ভিতরে এড করা।
গুগলের শুরুর দিকে এটি ছিল মাত্র একটি সার্চ ইঞ্জিল। কিন্তু ধীরে ধীরে এর ভিতরে মিলিয়ন মিলিয়ন কনটেন্ট বিভিন্ন তথ্য বা পুরো বিশ্বে প্রয়োজন হবে এমন সব কিছু যখন গুগলে পাওয়া যেতে লাগলো তখন এটি হলে উঠলো একটি ব্র্যান্ড।
Google নাক টা আসলে কি ভাবে এলো? ১ এর সাখে ৩ টা শূন্য দিলে যেমন ১০০০ হাজার হয়। আবার ১ এর সাখে ৭ টা শূন্য দিলে ১০০০০০০০ হয়। ঠিক এর জন্য গুগল একটা কাজ করেছে যেমন ১ এর পরে যদি ১০০ শূন্য আসে তখন তাকে কি বলে ডাকবে। তখন তার নাম হয়ে যায় গুগল। কারন এতে বোঝানো হয়েছে যে এখানে মিলিয়ন, বিলিয়ন, টিলিয়ন এর চেয়েও বেশি ইনফরমেশন রয়েছে। তাই এর নাম গুগল হয়েছে।
২০০০ সালে গুগল সব থেকে বড় পদক্ষেপ নিয়ে ছিলো। যার কারনে আজকে গুগল আমাদের তাদের সকল বিষয় ফ্রি করে দিয়েছে। এর কারন google ads এ এসে মানুষ নানা রকুমের বিজ্ঞাপন দেওয়া শুরু করে। আর সেই থেকেই এই google ads এর এতো চাহিদা যা পুরো বিশ্ব এর নাম্বার ১ ব্র্যান্ড এ পরিনত করেছে।
এরি ধারাবাহিকতায় ২০০৪ এ gmail নিয়ে আসলো গুগল। আর এরি সাথে সাথে আরো এক ধাপ এগিয়ে গেলো গুগল। মানুষ আরো পছন্দ করতে শুরু করলো গুগল কে।
২০০৫ এ Google maps নিয়ে আসলো গুগল। যার দরুন পুরো বিশ্বের ম্যাপ এসে গেলো আমাদের হাতের নাগালে। যা এখন সারা বিশ্বের মানুষ প্রতি নিয়তো ব্যবহার করে।
২০০৬ সালে তো এখন কার সময়ের সব থেকে বড় প্ল্যাটফর্ম YouTube নিয়ে আসে গুগল। যার কারনে পুরো বিশ্ব এখন এই গুগল এর তৈরি প্ল্যাটফর্ম YouTube ব্যবহার করে থাকে। আর আপনিও তার ভিতরে একজন ইউটিউব ব্যবহারকারী।
২০০৮ সালে যখন গুগল তার আরো বড় ধামাকা নিয়ে আসে সেটা কে তো পুরো বিশ্ব কে অবাক করে দিয়েছি Android যা এই সময়ের সব থেকে বেশি ব্যবহৃত android ফোন।
২০০৮ সালে আরো একটি চমক দেয় গুগল সেটি হলো পুরো দুনিয়ার সব থেকে বেশি ব্যবহৃত সাইট হলো google chrome যার কারণে
সার্চ ইঞ্জিল এতোটাই সহজ হয়ে গেছে যা এই সময়ের সব থেকে জনপ্রিয় অ্যাপস এ রূপান্তরিত হয়েছ।
এতো কিছু শোনার পরে হয়তো আপনি ভাবছেন যে গুগল কতোটা সফল। কিন্তু না এই সফলোতার পেছনে আছে অনেক ব্যর্থ হওয়ার গল্প। প্রায় ২০০+ প্রজেক্ট এ ব্যর্থ হয়েছে গুগল। এর ভিতর থেকে কিন্তু প্রজেক্ট হলো – Google plas, Google hangouts, Google nexus
এছাড়া আছে Google podcasts / Google Glass / Google wave / Google Reader এরকম ২০০+ প্রজেক্ট এ google ব্যর্থ হয়েছে। এখানে আমরা শিখতে পারি Failure is the pillar of success। আপনি যদি নিজের সাকসেস কে পেতে চান তাহলে ফেল হওয়াটা জীবনে অনেক জরুরি।
আসুন আমরা দেখে আসি এই ২০২৪ সালে এসে গুগল তার সব থেকে বেশি কোন বিষয় থেকে ইনকাম করে থাকে। ২০০০ নেওয়া সেই পদক্ষেপ যা এই সময়ের সব থেকে বেশি ইনকাম এনে দেয় Google ads।
আসুন দেখি ২০২২ সালে গুগলে এর কোন কেটাগরি থেকে কতো টাকা আয় হলো। ২০২২ সালে গুগল সর্বমোট ২৮০ বিলিয়ন মার্কিন ডলার ইনকাম করে।
১. ৫৬% মানে-১৬২.৪৫ $ বিলিয়ন মার্কিন ডলার আসে শুধু Google ads থেকে।
২. ১১.৭% মানে -৩২.৭৮ $ বিলিয়ন মার্কিন ডলার, আয় করে Google network থেকে।
৩. ১০.৫% মানে- ২৯.২৪ $ বিলিয়ন মার্কিন ডলার, আসে YouTube ads থেকে।
৪. ১০.৪% মানে-২৯.০৬ $ বিলিয়ন মার্কিন ডলার, আসে Google aps playstore থেকে।
৫. ৯.০৪% মানে -২৬.৬৮ $ বিলিয়ন মার্কিন ডলার, আসে Google cloud থেকে।
Google এ সব কিছু ফ্রি দিয়েও গুগল এভাবেই বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করে।
সূত্র :- গুগল ডটকম
লেখক :- মোঃ ইব্রাহিম হোসেন ইমন (বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)
ছবি:-পিক্সাবে.কম